মালদা

ডাম্পিং গ্রাউন্ড সমস্যা সমাধানে মালদা প্রশাসনিক ভবনে বৈঠক

মালদা শহরে দীর্ঘদিনের সমস্যা ছিল ডাম্পিং গ্রাউন্ডের। অবশেষে এই সমস্যার সমাধান করতে শুক্রবার জেলা প্রশাসনিক ভবনে এক বৈঠকের আয়োজন করে জেলা প্রশাসন। সেই মতো এদিন জেলা প্রশাসনিক ভবনে বিভিন্ন আধিকারিকদের নিয়ে মিটিং করলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। তার সাথে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ সহ বিভিন্ন আধিকারিকরা। এদিনের মিটিং-এ ডাম্পিং গ্রাউন্ডের জন্য পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী ও সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দুটি জায়গা নির্দিষ্ট করেন তারা। আগামীকাল শনিবার এই দুই জায়গা পরিদর্শনে যাবেন আধিকারিকরা বলে জানা যায়। 

এবিষয়ে জেলা শাসক কৌশিক ভট্টাচার্য জানান, এদিনের মিটিং-এ একটি সংস্থার সাথে কথা বলা হয়েছে। এর জন্য পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী ও সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দুটো জমির কথা বলা হয়েছে, আগামী শনিবারে এই জমি পরিদর্শন করা হবে। ইংরেজবাজারের পাশাপাশি পুরাতন মালদার লোকেরাও নোংরা ফেলার জন্য এই জায়গা ব্যবহার করতে পারবেন বলে জেলা শাসক জানান। পাশাপাশি পৌরসভার জমা জল বের করার জন্য ড্রেন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এবিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অভিযোগ ছিল যে দেওয়াল ঘেষে নোংরা ফেলা হত, তা বর্তমানে বন্ধ করা হয়েছে বলে তিনি জানান। 

এবিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ জানিয়েছেন, ইংরেজবাজার ও পুরাতন মালদার নোংরা ফেলা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যার সমাধানে মোহদিপুরের কার্বেজ গ্রাউন্ডে তাদের কোম্পানি কাজ করত, সেখানে যন্ত্রাদি ব্যবস্থা চালু করতে বেশ কয়েক মাস সময় লাগবে। এই কারণে এই জায়গায় নোংরা ফেলা হবে বলে জানান তিনি।